spot_img

বিদায় লিভারপুল-টটেনহ্যাম, শেষ আটে আর্সেনাল-সিটি-চেলসি!

অবশ্যই পরুন

ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি।

প্রিমিয়ার লিগে টানা হারের পর এবার লিগ কাপেও ধাক্কা খেল লিভারপুল। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে তারা রীতিমতো উড়ে গেছে ৩-০ গোলে। প্যালেসের হয়ে প্রথম হাফে জোড়া গোল করেন ইসমাইলা সার, আর দ্বিতীয় হাফে তৃতীয় গোলটি করেন ইয়েরেমি পিনো। ম্যাচের শেষদিকে লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা নাল্লো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

অপর এক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে পাত্তাই পায়নি টটেনহ্যাম হটস্পার। নিউক্যাসলের মাঠে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তারা। নিউক্যাসলের পক্ষে গোল দুটি করেন ফ্যাবিয়ান সার এবং নিক ওলটেমেড।

অন্যান্য ম্যাচের ফলাফলে দেখা যায়, আর্সেনাল ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। গানারদের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং এনওয়ারি। ম্যানচেস্টার সিটি সোয়ানসি সিটিকে ৩-১ গোলে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছে। যদিও ম্যাচের শুরুতে সোয়ানসি এগিয়ে গিয়েছিল। ম্যানসিটির হয়ে গোল করেন জেরেমি ডোকো, ওমর মারমুশ এবং রায়ানের সেরকি। অন্যদিকে চেলসি ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ওলভসকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি।

শেষ আটের ফিক্সচার-
কার্ডিফ বনাম চেলসি
ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার সিটি
ফুলহ্যাম বনাম নিউক্যাসল
আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ