spot_img

মুক্তির আগেই রেকর্ড গড়ছে ‘বাহুবলী: দ্য এপিক’

অবশ্যই পরুন

অবশেষে শেষ হতে চলেছে প্রতীক্ষার পালা। আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। তবে এটি নতুন কোনো গল্প নয়, বরং পরিচালক এস. এস. রাজামৌলি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ এই দুই পর্বকে একত্রিত করে উপস্থাপন করছেন নতুন রূপে, নাম ‘বাহুবলী: দ্য এপিক’। সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, আগামী শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই মহাকাব্যিক সংস্করণ। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে এটি জানা গেছে, এখন পর্যন্ত অগ্রিম বিক্রির মাধ্যমে ‘বাহুবলী: দ্য এপিক’ আয় করেছে প্রায় ৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে ২.৫ কোটি রুপির টিকিট এবং আন্তর্জাতিক বাজারে সমপরিমাণ আয় হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি পুনঃপ্রকাশিত ছবির জন্য এক নতুন মাইলফলক।

দর্শকদের মধ্যে এই উন্মাদনা স্বাভাবিকভাবেই শিল্প বিশ্লেষকদের নজর কাড়ছে। পুরোনো দুটি ছবিকে একত্রে পুনঃপ্রকাশ করা হলেও দর্শকদের আগ্রহ অপ্রত্যাশিতভাবে বেশি। এমনকি উদ্বোধনী দিনের টিকিট বিক্রির দিক থেকে এটি মহেশ বাবুর ‘খালেজা’ ও ‘মুরারি’-এর পুনঃপ্রকাশের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

তবে এখনো কিছু বিশেষ প্রদর্শনীর (৩০ অক্টোবরের প্রিমিয়ার শো) টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকরা জানিয়েছেন, এই শোগুলোর বুকিং শুরু হলে অগ্রিম বিক্রি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ‘বাহুবলী: দ্য এপিক’ ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করেছে। তাই এর পুনঃপ্রকাশ ঘিরে দর্শক ও পরিবেশকদের প্রত্যাশা তুঙ্গে। বড় শহরগুলোতে থিয়েটার মালিকরা বিপুল দর্শক সমাগমের প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ