spot_img

এবার ইনজুরিতে পেদ্রি, খেলতে পারবেন না অন্তত ৩ ম্যাচ

অবশ্যই পরুন

বাঁ পায়ের পেশির ইনজুরিতে এবার দল থেকে ছিটকে গেলেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। সেরে উঠতে চার সপ্তাহের বেশি সময় লাগতে পারে ২২ বছর বয়সী এই ফুটবলারের।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি। আর এবার একেবারেই ছিটকে পড়লেন খেলার বাইরে।

পেদ্রির বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। তাইতো পরের তিনটি ম্যাচে পেদ্রির সার্ভিস পাবে না বার্সা।

সবশেষ লিগা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লাল কার্ড দেখেন পেদ্রি। ২২ বর্ষী তরুণ মিডফিল্ডারের এমনিতেই ফেরা হতো না লিগের পরবর্তীতে এলচের বিপক্ষে ম্যাচে। তার মধ্যে শোনা গেল দুঃসংবাদ।

মৌসুমের শুরু থেকে এই নিয়ে বার্সেলোনার ১২ জন খেলোয়াড় চোট পেয়ে বিভিন্ন মেয়াদে মাঠের বাইরে ছিলেন এবং এখনও আছেন গুরুত্বপূর্ণ কয়েকজন। বর্তমানে চোটের সঙ্গে লড়াই করছেন রবের্ত লেভানদোভস্কি, গাভি, রাফিনিয়া, মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও দানি ওলমো। এই তালিকায় নতুন সংযোজন পেদ্রি।

সর্বশেষ সংবাদ

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ