spot_img

১৮ বছর পর ফের একসঙ্গে ফিরছেন সালমান-গোবিন্দ

অবশ্যই পরুন

দীর্ঘদিন ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেতা গোবিন্দ। সবচেয়ে বড় চমক হল এবার তিনি জুটি বাঁধতে চলেছেন এক সময়ের সহ-অভিনেতা সালমান খানের সঙ্গে। প্রায় দুই দশক পর এই দুই সুপারস্টারের পর্দায় ফেরা নিশ্চিত হলে তা দর্শকদের জন্য একটি ব্লকবাস্টার চমক হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খান এবং গোবিন্দ ইতিমধ্যেই একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন। এখনও নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

সালমান ও গোবিন্দ শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’ সিনেমায়।

আসন্ন ‘বিগ বস ১৯’-এর মঞ্চে গোবিন্দর স্ত্রী সুনীতা সালমান খানের সঙ্গে গোবিন্দর একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর গোবিন্দ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

গোবিন্দ ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’ ভক্তরা এখন শুধু এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাকে সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমাটির শুটিং সম্প্রতি লাদাখে শেষ করেছেন সালমান। সূত্র: ইন্ডিয়া টুডে।

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ