spot_img

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবি, নিহত ১৮

অবশ্যই পরুন

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত ১৮ জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৯২ জনকে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ৭৬ কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানের বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৬১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। গত কয়েক বছরে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। যাত্রাপথে প্রায়ই নৌকা ডুবির মতো দুর্ঘটনা হয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ