spot_img

আইসিইউতে ভারতের তারকা ক্রিকেটার

অবশ্যই পরুন

ভারতের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভয়াবহভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ম্যাচ চলাকালীন অ্যালেক্স কেরির দুর্দান্ত ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি।

হারশিত রানার বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে চোখধাঁধানো সেই ক্যাচটি ধরলেও, পড়ে গিয়ে বাম কনুই ও পাঁজরে আঘাত পান আইয়ার। সঙ্গে সঙ্গে তাকে মাঠের চিকিৎসকরা ড্রেসিংরুমে নিয়ে যান, এরপর অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পড়ে যাওয়ার পর শ্রেয়াসের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর অবস্থা বিপজ্জনকভাবে নেমে যায় এবং তখনই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার প্লীহা ফেটে গেছে, যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়।

বাম পাঁজরের নিচে আঘাত পাওয়ায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বর্তমানে শ্রেয়াসকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি আরও দুই দিন সেখানে থাকতে পারেন, পরিস্থিতি অনুযায়ী সময় বাড়তেও পারে। এমনকি অবস্থার উন্নতি হলেও তাঁকে অন্তত সাত দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে, বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন বাম পাঁজরের নিচের অংশে আঘাত পান শ্রেয়াস আইয়ার। তাকে হাসপাতালে নেওয়া হয় এবং স্ক্যানে দেখা গেছে প্লীহায় ছেঁড়ে যাওয়ার মতো চোট লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং সুস্থতার পথে রয়েছেন। বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছে। ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই থাকবেন শ্রেয়াসের অগ্রগতি দেখভাল করার জন্য।’

এই ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট ভক্তরা শ্রেয়াস আইয়ারের দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে তার ইনজুরি আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলেছে।

সর্বশেষ সংবাদ

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না! আজও ক্যারিবিয়ানদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ