spot_img

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াত আমিরের

অবশ্যই পরুন

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যদি সুযোগ পাই, মায়েদের বাড়তি আরেকটা সম্মান করবো, সেটা হবে তাদের প্রতি ইনসাফ। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন; আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমারও ৮ ঘণ্টা, তারও ৮ ঘণ্টা, এটা কি তার ওপর অবিচার নয়?

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় তাদের জন্য ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে, আমাদের উচিত ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলা।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা মানব হত্যাকারী, তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অব জাস্টিস চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি জাতির এ আমানত আমাদের হাতে তুলে দেয়, আমরা ইনশাল্লাহ তা করব।’

এর আগে শনিবার (২৫ অক্টোবর) মিশিগানের ডেট্রয়টের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারও প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

তাইজুলের ঘূর্ণিতে বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ