বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার পা রাখছেন দক্ষিণী চলচ্চিত্র জগতে। পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, তিনি অভিনয় করছেন তামিল সিনেমা ‘জেলার টু’-এ, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন কিংবদন্তি রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার, এবং এখানে গুরুত্বপূর্ণ খলনায়কের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। মিঠুনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। তবে রজনীকান্তের সঙ্গে বিদ্যার সরাসরি স্ক্রিন শেয়ার থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বর্তমানে চেন্নাইতে চলছে সিনেমার শুটিং, আর বাকি অংশের কাজ হবে গোয়াতে। আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট-প্রোডাকশন পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘জেলার টু’ মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান। যদিও তাকে এখন আগের মতো ঘন ঘন সিনেমায় দেখা যায় না, তবুও তার অভিনয় দক্ষতা ও আত্মবিশ্বাস দর্শকদের হৃদয়ে এখনো অটুট। শরীর নিয়ে সমালোচনার মুখেও তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন বহুমুখী চরিত্রে।
দক্ষিণ ভারতের মেয়ে হয়েও এতদিন কোনো দক্ষিণী সিনেমায় দেখা যায়নি বিদ্যাকে। তিনি খ্যাতি অর্জন করেছেন মূলত বলিউডে, যদিও তার প্রথম কাজ ছিল বাংলা সিনেমায়। বিদ্যার সর্বশেষ কাজ ছিল ২০২৪ সালের ‘ভুলভুলাইয়া টু’ সিনেমা। যেখানে তিনি মল্লিকা ও মনজুলিকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন।

