spot_img

‘নেতানিয়াহু সরকারের ৫ হাজার মাইলের ধারেকাছেও যেতে চাই না’

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশটিতে পারফর্ম না করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্যান্ড ‘রেডিওহেড’। সম্প্রতি দ্য সানডে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যান্ডের ভোকালিস্ট থম ইয়র্ক বলেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েলের ৫ হাজার মাইলের মধ্যেও যেতে চান না তারা।

ইসরায়েলে সংগীত পরিবেশন করবেন কি-না, জানতে চাইলে নেতানিয়াহু সরকারের প্রসঙ্গ টেনে থম ইয়র্ক বলেন, ‌‘একেবারেই নয়। আমি (বেনিয়ামিন) নেতানিয়াহু সরকারের ৫ হাজার মাইলের ধারেকাছেও যেতে চাই না।’

যদিও ৮ বছর আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভের মুখেও তেল আবিবের একটি কনসার্টে অংশ নিয়েছিল রেডিওহেড। ‍কিন্তু এবার ব্যান্ডটির পক্ষ থেকে পারফর্ম করবে না বলে ঘোষণা এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বেশ আগেই এই সাক্ষাৎকার দেন থম ইয়র্ক।

এদিকে, দীর্ঘ ৭ বছর পর কনসার্ট ট্যুর করতে যাচ্ছে রেডিওহেড। নভেম্বরে শুরু হচ্ছে তাঁদের এই ট্যুর। ব্যান্ডটি ইউরোপের পাঁচ শহরে ২০টি কনসার্টে অংশ নেবে।

এর আগে ২০১৬-২০১৮ সালের ‘আ মুন শেপড পুল’ ট্যুরের অংশ হিসেবে তেল আবিবে পারফর্ম করে রেডিওহেড। তখন তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে পড়ে ব্যান্ডটি।

তবে নতুন সাক্ষাৎকারে ওই কনসার্ট নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন থম। তিনি জানান, কনসার্টের পর একজন গুরুত্বপূর্ণ ইসরায়েলি নাগরিক হোটেলে এসে তাঁদের ধন্যবাদ জানিয়েছিল, যা তাঁকে রীতিমতো ‌‘হতবাক’ করেছিল বলে মন্তব্য করেন।

১৯৮৫ সালে যাত্রা শুরু করে যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যান্ড রেডিওহেড। অনেকেই তাঁদের অল্টারনেটিভ রকের পথিকৃৎ হিসেবে দেখেন। ১৯৯৩ সালে প্রকাশিত ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘পাবলো হানি’র গান ‘ক্রিপ’ আজও বিশ্বব্যাপী জনপ্রিয়। এ ছাড়াও তাঁদের ‘ওকে কম্পিউটার’ ও ‘কিড আ’ অ্যালবাম দুটি যুক্তরাজ্যের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

২২ বছর পর লাল-সবুজের ভারত বধ

সেই ২০০৩ সালে শেষবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ফুটবল দেবতা মুখ তুলে তাকায়নি। তবে এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ