spot_img

লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে চুটিয়ে প্রেম করছেন পেরি-ট্রুডো

অবশ্যই পরুন

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। দুজনের গভীর চুম্বনের ছবি আলোচনার জন্ম দিয়েছে।

৪০ বছর বয়সী কেটি পেরি ও ৫৩ বছর বয়সী ট্রুডোকে শনিবার (২৫ অক্টোবর) প্যারিসের বিখ্যাত লে ক্রেজি হর্স ক্যাবারেট থেকে হাত ধরে বের হতে দেখা গেছে। দিনটি ছিল পেরির জন্মদিন।

টিএমজেড দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, পেরি লাল রঙের সুন্দর ড্রেসে এবং ট্রুডো কালো স্যুটে উপস্থিত ছিলেন।

দুইজনের রোমান্সের গুঞ্জন প্রথম আসে জুলাই মাসে। মন্ট্রিয়ালের একটি রেস্তোরাঁয় তখন তাদের একসাথে ডিনার করতে দেখা যায়। পরের রাতে কন্যাসহ ট্রুডো পেরির লাইফটাইম ট্যুর কনসার্টে উপস্থিত ছিলেন।

এই মাসের শুরুতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, তাদেরকে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার কোস্টে পেরির ইয়টের ওপর চুম্বন ও আলিঙ্গন করতে দেখা গেছে।

কেটি পেরি ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার সম্পর্ক শেষের ঘোষণা দেন ৪ জুলাই। তাদের ৫ বছরের কন্যা রয়েছে।

অন্যদিকে, ট্রুডো ২০২৩ সালের আগস্টে ১৮ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সোফি গ্রেগর ট্রুডোর কাছ থেকে আলাদা হন। তারা ২০০৫ সালে বিবাহিত হয়েছিলেন এবং তিন সন্তানের বাবা-মা। ট্রুডো এই বছরই দশ বছরের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

এর আগে, পেরি ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের সঙ্গে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত বিবাহিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দাউদ ইব্রাহিম প্রসঙ্গে এবার কথা বললেন নোরা ফাতেহি

মুম্বাইয়ের এক রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর ঐ পার্টিতে   নিজের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ