spot_img

প্রথম এল ক্লাসিকোেতে বার্সাকে ২-১ গোলে হারালো রিয়াল

অবশ্যই পরুন

এ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে গত মৌসুমে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ২২ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৩৭ মিনিটে ফেরমিন লোপেজ বার্সাকে সমতায় ফেরান। তবে বিরতির আগে বেলিংহামের একটি গোল এবং এমবাপ্পের আরেকটি গোল অফসাইডে বাতিল হওয়ায় বিরতিতে রিয়াল এগিয়ে থাকে ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে বার্সার বেশ কয়েকটি সুযোগ রক্ষা করেন কোর্তোয়ার এবং সেজনি। ৫১ মিনিটে এমবাপ্পের পেনাল্টি সেভ করেন সেজনি। ৮৯ মিনিটে জুলেস কুন্দের সমতায় ফেরানোর সুযোগও রক্ষা করেন রিয়ালের গোলরক্ষক। শেষ মুহূর্তে রদ্রিগোর ফ্রি কিকও বার্সাকে গোল করতে দেয়নি।

ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বার্সার মিডফিল্ডার পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ড পান।

সর্বশেষ সংবাদ

মায়ামি না সান্তোস-কোথায় যাবেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ পথ খোলা। হয় তিনি তার বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ