spot_img

যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা

অবশ্যই পরুন

বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), সঙ্গে প্রতীক হিসেবে দিয়েছে ‘হাতি’। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে হাতি মার্কা নিয়ে অংশ নেবে দলটি।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ইসি ভবনে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেন কমিশনের কর্মকর্তারা।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮–এর রায়ের আলোকে গত ২৩ জুলাইয়ের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪-এ অবস্থিত। নিবন্ধন নম্বর ৫৭ এবং দলটির জন্য ‘হাতি’ প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।

এ বিষয়ে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নামও রিপাবলিকান পার্টি। সেই দলটির নির্বাচনী প্রতীকও ‘হাতি’।

সর্বশেষ সংবাদ

মেট্রোরেল দুর্ঘটনায় মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চেয়েছিলেন কালাম

প্রকৃতির নির্মম পরিহাস, যে মানুষটি মাত্র একদিন আগে জীবনযুদ্ধে ক্লান্ত ও বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ