spot_img

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস ভাগ্য হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে, বাংলাদেশ নারী দলকে প্রথমে ব্যাটিংয়ে নামতে হচ্ছে।

বৃষ্টির কারণে টস শুরু হতে কিছুটা বিলম্ব হয়। মেঘলা আবহাওয়া এবং কন্ডিশনের কথা বিবেচনা করেই ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আশা করছেন, তাদের বোলাররা ভালো পারফর্ম করায় একটি ভালো স্কোর ডিফেন্ড করার সুযোগ মিলবে। তিনি জানান, পিচ এবং আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে ২৩০ বা তার বেশি রান করলে সেটি ভালো টার্গেট হতে পারে।

ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত এই ম্যাচে কিছু পরিবর্তন এনেছে। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটি জয়ের মাধ্যমে শেষ করতে বদ্ধপরিকর বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার।

ভারত একাদশ: প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), দিপ্তী শর্মা, উমা চেত্রি, আমানজত কৌর, রাধা যাদব, শ্রী চরণী ও রেনুকা সিং।

সর্বশেষ সংবাদ

দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ