spot_img

জাপার ভোটে যাওয়া মানে আওয়ামী লীগের অংশ নেয়া: আখতার

অবশ্যই পরুন

আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি (জাপা) মানে আওয়ামী লীগ। জাপার ভোটে অংশ নেয়া মানে আওয়ামী লীগের অংশ নেয়া। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৬ অক্টোবর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাপার নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে।

সর্বশেষ সংবাদ

বিপিএল ফাইনালে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

দেখতে দেখতে চলে এলো বিপিএলের সেই মাহেন্দ্রক্ষণ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর রাজশাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ