ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূল জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। এসময় মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে দেশ সংস্কার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন দলটির আমির।
এদিন মিশিগানের হ্যামট্রামিক সিটির ‘গেইট অব কলম্বাস’ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগান’। এতে সভাপতিত্ব করেন ডা. মোতাহার আহমেদ।

