spot_img

শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার

অবশ্যই পরুন

জাতীয় চিড়িয়াখানার স্বাভাবিক পরিবেশের উন্নয়নে জনবল ঘাটতি দ্রুত পূরণ করা হবে এবং অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় শিগগিরই নতুন প্রাণী আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।

ফরিদা আখতার বলেন, “বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক।”

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্যক্ত করে থাকেন। তিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে এবং একইসাথে দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান, যাতে কোনো প্রাণীকে উত্যক্ত করা না হয়।

তিনি জানান, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে। এছাড়া চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ

বিচ্ছেদের গুঞ্জন, স্বামীকে ট্যাগ করে ফেসবুকে যা লিখলেন পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েক দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ