spot_img

টেইলর ফিরেছেন আগেই, এবার জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার

অবশ্যই পরুন

দীর্ঘ সাত বছর পর জাতীয় দলে ফিরলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ স্পিনার গ্রায়েম ক্রেমার। ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে জেডসি। সেখানে সবচেয়ে বড় চমক ক্রেমারের নাম। তিনি দলে জায়গা পেয়েছেন পেসার ট্রেভর গওয়ান্ডুর পরিবর্তে।

ক্রেমার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে। এরপর থেকে জাতীয় দলে সুযোগ পাননি। প্রায় সাত বছরের ব্যবধানের পর আবারও তাকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

দলের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। বাকি সদস্যরা মূলত আগের বিশ্বকাপ বাছাইপর্বে খেলা ক্রিকেটাররাই। হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ—২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (ক্যাপ্টেন), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নাগারভা, ব্রেন্ডন টেলর।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ফ্যাসিবাদ পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে। তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ