ছোটখাটো মতপার্থক্য ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। কেড়ে নেয়া হয়েছিল মত প্রকাশের স্বাধীনতা। গণতন্ত্রের স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে আগামী নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

