ইংল্যান্ড থেকে ফিরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন বাংলাদেশ ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও মাঠে নামবেন হামজা।
বাফুফে সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা নিশ্চিত, ১৮ অক্টোবর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ১৩ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে।
তবে হামজা ঠিক কত তারিখে ঢাকায় ফিরবেন, তা এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। সেই সঙ্গে ম্যাচের টিকিটমূল্য নিয়েও বাফুফে এখনো সিদ্ধান্ত নেয়নি।
লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলার সময় বার্মিংহাম সিটির বিপক্ষে চোট পেয়েছিলেন হামজা। সেই চোটের কারণে আগেরবার নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে এরপর হংকংয়ের বিপক্ষে গোল করে ফেরেন মাঠে, যা জাতীয় দলের সমর্থকদের আশাবাদী করেছে।
লেস্টার সিটি ঝুঁকি এড়াতে তাকে আগের প্রীতি ম্যাচে না খেলতে বললেও বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট রয়েছেন। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিজের প্রস্তুতি হিসেবে দেখছেন হামজা।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। এরপর ১৮ অক্টোবর ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আগেরবার ভারতের সঙ্গে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা; এবার জয়ের আশায় বুক বাঁধছেন সমর্থকরা, বিশেষ করে হামজার গোল দেখার প্রত্যাশা করছেন সবাই।
জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ অক্টোবর। সোমিত শোম আফগানিস্তানের ম্যাচে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছে বাফুফে।

