spot_img

এ বছর ‘কান্তারা চ্যাপ্টার ১’ সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা, বক্স অফিস কত?

অবশ্যই পরুন

টানা কয়েক মাস ধরে বক্স অফিসে ঝড় তোলা ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘ছাওয়া’-কে টপকে ২০২৫ সালের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় সিনেমার তকমা ছিনিয়ে নিল ঋষভ শেট্টি পরিচালিত ‘কান্তারা চ্যাপ্টার ১’। বিশ্বব্যাপী নজরকাড়া আয়ের মাধ্যমে সিনেমাটি কেবল দর্শকের মনই জয় করেনি, ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’। বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৮০৭ কোটি টাকা আয় করে সেই সময় সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় নিজের স্থান পাকাপোক্ত করেছিল। তবে ২ অক্টোবর মুক্তি পাওয়া ‘কান্তারা চ্যাপ্টার ১’ মাত্র তিন সপ্তাহের মধ্যেই সেই ইতিহাস বদলে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঋষভ শেট্টির এই ব্লকবাস্টার সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় ৮০৯ কোটি টাকা। ফলে ‘ছাওয়া’কে (প্রায় ৮০৭ কোটি) পিছনে ফেলে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এখন ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা।

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মসের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দুই সপ্তাহেই বিশ্বব্যাপী ৭১৭ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের দাপট বজায় রাখে সিনেমাটি। এ সময়ে শুধু ভারতীয় বক্স অফিসেই প্রায় আরও ৩৮ কোটি টাকা ঘরে তুলেছে ছবিটি।

অন্যদিকে, মাত্র ছ’দিনে বিশ্বব্যাপী ৯২ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি, যা মোট সংগ্রহকে ৮০৯ কোটিতে পৌঁছে দিয়েছে।

প্রসঙ্গত, ‘কান্তারা চ্যাপ্টার ১’ হলো ২০২২ সালের সুপারহিট ‘কান্তারা’-এর প্রিক্যুয়েল। ১২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটিতে ঋষভ শেট্টির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া।

সর্বশেষ সংবাদ

কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ