spot_img

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে বেসামরিক প্রধান নিয়োগ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ অবসানের একটি টেকসই পথ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্থাপিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থায় বেসামরিক প্রধান হিসেবে অভিজ্ঞ কূটনীতিক স্টিভ ফেগিনকে নিয়োগ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার (২৪ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে।

ফেগিন ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর স্থাপিত ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার’-এ যোগ দেবেন। এই কেন্দ্রে ইতিমধ্যেই সামরিক প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্ক দায়িত্ব পালন করছেন।

১৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে স্থাপিত এই কেন্দ্রটির প্রধান কাজ হলো যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘন পর্যবেক্ষণ করা এবং যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহের মতো লজিস্টিক বিষয়গুলো পরিচালনা করা। ভাড়া নেওয়া একটি গুদামে স্থাপিত এই কেন্দ্রে প্রায় ২০০ মার্কিন সেনা, ইসরায়েলি ও ইউরোপীয় দেশগুলোর সেনাদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কর্মীরা কাজ করছেন।

সেক্রেটারি অব স্টেট মারকো রুবিও শুক্রবার গাজা থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এই স্থানটি পরিদর্শন করেন এবং এটিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। রুবিও বলেন, “এখানে উত্থান-পতন, মোড় এবং বাঁক থাকবে, কিন্তু আমি মনে করি যে অগ্রগতি হচ্ছে, সে সম্পর্কে আমাদের সুস্থ আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে।”

ফেগিনের মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি তিন মাস ধরে বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবেও দায়িত্ব সামলেছেন।

সর্বশেষ সংবাদ

এনসিপি ক্ষমতায় না গেলেও কারও ‘পোষা’ দল হবে না: সারজিস

রাজনীতি ও সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই কারও পোষা দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ