spot_img

সারাদেশে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ১২

অবশ্যই পরুন

সারাদেশের ৭ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১২ জনের প্রাণ গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা স্বপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৫ জন। গতরাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজিবাইকের চালকসহ ৩ জনের প্রাণ গেছে। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইজিবাইকটি মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি তিন চাকার বাহনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে, যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া, রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের প্রাণ গেছে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ