spot_img

ফের লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস

অবশ্যই পরুন

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে বাংলাদেশের দিকে আসতে পারে।

এদিকে আগামী ৩ দিনের আবহাওয়া বার্তায় অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে টানা ৫ দিন দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন-চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন-চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ