spot_img

এল ক্লাসিকোর আগে সুখবর পেল বার্সেলোনা

অবশ্যই পরুন

ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত, মর্যাদাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো। আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ঐতিহাসিক মহারণ দেখার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ফুটবল বিশ্ব। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবির যখন তাদের কৌশল আর শক্তি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে, ঠিক তখনই বার্সেলোনার অনুশীলন মাঠ থেকে এলো এক স্বস্তির খবর।

দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে একটি ম্যাচের শেষ দিকে অস্বস্তি বোধ করেন রাফিনিয়া। পরবর্তী সময়ে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার ডান উরুর পেশির মাঝামাঝি অংশে টান লেগেছে। এই ধরনের মাসল ইনজুরি বেশ সংবেদনশীল হওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায়নি কাতালানরা।

বিশেষ করে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে শতভাগ ফিট করে তুলতেই পুনর্বাসন প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সাথে এগিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সবাই জানতেন, এই ব্রাজিলিয়ানের বিস্ফোরক গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতা বার্সেলোনার আক্রমণভাগের জন্য কতটা অপরিহার্য। তাই বুধবার বার্সেলোনার অনুশীলনে রাফিনিয়ার উপস্থিতি ছিল এক বড় প্রাপ্তি।

অনুশীলনে পুরো দলের সঙ্গেই স্বাভাবিকভাবে অনুশীলন করতে দেখা গেছে রাফিনিয়াকে, যা শুধু বার্সেলোনা সমর্থকদের জন্যই নয়, বরং কোচ হান্সি ফ্লিকের কৌশলগত পরিকল্পনার জন্যও এক বিশাল স্বস্তির বার্তা বয়ে এনেছে। কারণ, ক্লাসিকোর আগে রাফিনিয়ার ফেরা মানে আক্রমণভাগে এক নতুন মাত্রা—তার ডান প্রান্তের গতি, ক্রস আর হঠাৎ দিক পরিবর্তনের ক্ষমতা রিয়ালের রক্ষণভাগের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে রিয়ালের লেফট-ব্যাক ফারল্যান্ড মেন্ডি বা ফ্রান গার্সিয়ার জন্য এটি একটি বড় পরীক্ষা হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এস-এর সাংবাদিক হাভি মিগেল জানিয়েছেন, রাফিনিয়ার এই প্রত্যাবর্তন “কোচিং স্টাফের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি”। যদিও এখনো তাকে নিয়ে সতর্কতা বজায় রাখা হচ্ছে, তবে যদি পুনরায় কোনো জটিলতা না দেখা দেয়, তবে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।

এল ক্লাসিকো সব সময়ই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, এটি সম্মান, মর্যাদা এবং মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্বেরও লড়াই। বিশেষ করে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে জয় নিয়ে ফেরা বার্সেলোনার জন্য সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জে নামার আগে রাফিনিয়ার মতো একজন ম্যাচ উইনারের দলে ফেরা বার্সেলোনার পুরো শিবিরকে যে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তার উপস্থিতি তরুণ লামিন ইয়ামালের ওপর থেকেও কিছুটা চাপ কমাবে এবং ফ্লিককে আক্রমণভাগে আরও বৈচিত্র্য আনার সুযোগ করে দেবে। সব মিলিয়ে, রবিবারের মহারণের আগে বার্সেলোনা শিবিরে যে স্বস্তি ফিরল, তা রাফিনিয়ার পায়ের ঝলক দেখার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য এক বড় পাওয়া।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

অনলাইনে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশি সিমে ওটিপি পাঠানো হয়। এর ফলে বিদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ