spot_img

অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তার অতিরিক্ত দাবি থেকে সরে না আসবে, ততদিন তেহরান আলোচনার টেবিলে ফিরে যাবে না। বুধবার (২২ অক্টোবর) মাশহাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমটাই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবাস্তব ও অতিরিক্ত দাবির কারণেই আগের আলোচনাগুলো বন্ধ হয়ে যায় এবং এগোয়নি। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ।

তিনি স্পষ্টভাবে জানান, ‌‘যতদিন আমেরিকা তার অযৌক্তিক অবস্থান ধরে রাখবে এবং অতিরিক্ত দাবি জানাতে থাকবে, ততদিন ইরান কোনো নতুন আলোচনায় অংশ নেবে না।’

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘নিরর্থক’ কারণ তারা আগেই নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণ করে রাখে।

খামেনি বলেন, ‘তারা এমন আলোচনার কথা বলে যার ফলাফল আগেই নির্ধারিত—ইরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা।’

তিনি আরও যোগ করেন, ‌‘এমন আলোচনায় অংশ নেওয়া মানে তাদের চাপ ও নির্দেশ মেনে নেওয়া। এখন তারা বলছে সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, আবার কয়েকদিন আগে তাদের এক কর্মকর্তা বলেছে, ইরানের এমনকি মাঝারি বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও থাকা উচিত নয়—অর্থাৎ ইরানকে এমনভাবে বেঁধে রাখা যেন আক্রমণের শিকার হলেও প্রতিরোধ করতে না পারে।’

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে অন্তর্বর্তীকালীন সরকার আজ বুধবার স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দিনটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ