spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।

রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে, এটি সত্যিই আশাব্যঞ্জক। একসঙ্গে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে দেখে ভালো লেগেছে। ভোটের পরও এসব সংস্কার উদ্যোগ অব্যাহত রাখা উচিত। এ সময় আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও জানতে চান তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বড় রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জাতীয় সনদে স্বাক্ষর করানো একটি ঐতিহাসিক ঘটনা। এতে ঐকমত্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সনদ নির্বাচনের আগে জনগণের মধ্যে আস্থা গড়তে সহায়তা করবে। এ সময় ভোটকে শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করার কথাও বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তরুণরা সহজে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তবে ভুয়া তথ্যের ঝুঁকিও রয়েছে। ভুল তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ।

এ সময় জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের তরুণদের আগ্রহ ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেন ড. রুডিগার। এছাড়াও, বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ

নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ