spot_img

অভিষেকে ৬ উইকেট, আসিফ আফ্রিদির বিশ্বরেকর্ড

অবশ্যই পরুন

সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে ৫ বা তাঁর বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়লেন পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদি। বুধবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে এই রেকর্ডের মালিক হন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আসিফের আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওট। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই লেগস্পিনার। আর রাওয়ালপিন্ডিতে আসিফ যখন খেলতে নামেন, তার বয়স ছিল ৩৮ বছর ২৯৯ দিন।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান স্কোয়াডে জায়গা পেলেও মূল একাদশে জায়গা হয়নি আসিফের। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের। ম্যাচে ৩৪ ওভার বল করে ৭৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আসিফ।

সর্বশেষ সংবাদ

অপরাধ না করলেও অভিবাসীদের বহিষ্কার ইস্যুতে যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি অবস্থান

যুক্তরাষ্ট্রে নতুন এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় চার মার্কিন নাগরিক (৪০ শতাংশ) মনে করেন-যেসব অনিবন্ধিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ