spot_img

বাবা হওয়ার খবর জানালেন নগরবাউল জেমস

অবশ্যই পরুন

দীর্ঘ এক দশক পর আবারও বাবা হওয়ার অসাধারণ অনুভূতি ব্যক্ত করলেন রকস্টার নগরবাউল জেমস। চলতি বছরের জুনে তাঁর তৃতীয় স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-এর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। দম্পতির সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

দেশের স্বনামধন্য একটি পত্রিকার সঙ্গে আলাপকালে উচ্ছ্বসিত জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”

দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর এক দশক একা কাটিয়েছেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নামিয়া নামের সঙ্গে আনাম যুক্ত করেছেন।

গত৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া।

এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি (বিচ্ছেদ ২০০৩), যাঁর সঙ্গে তাঁর এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের (বিচ্ছেদ ২০১৪) সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তার অতিরিক্ত দাবি থেকে সরে না আসবে, ততদিন তেহরান আলোচনার টেবিলে ফিরে যাবে না। বুধবার (২২...

এই বিভাগের অন্যান্য সংবাদ