spot_img

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে কারসন স্ট্রিট ও ক্লার্ক অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে হার্টওয়েল পার্কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স উপস্থিত হয়। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একক ইঞ্জিনবিশিষ্ট দুই আসনের ছোট বিমানটি মাঠের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা বিমানে থাকা আরোহীদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে জানতে চাওয়া হলে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সঙ্গে যোগাযোগ করে। তবে মার্কিন সরকারের চলমান শাটডাউনের কারণে সংস্থাটি সাময়িকভাবে বন্ধ থাকায় তারা স্বয়ংক্রিয় বার্তা পাঠায়।

ঘটনার ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট

সর্বশেষ সংবাদ

গাড়ির নাম্বারেই লুকানো বিজয়ের হারানো বোনের ভালোবাসার গল্প!

তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এবার রাজনীতিতে পা রেখেছেন। নতুন রাজনৈতিক দল ‘তামিজাগা ভেত্রি কালাগম’ গঠন করে আগামী ২০২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ