spot_img

গাড়ির নাম্বারেই লুকানো বিজয়ের হারানো বোনের ভালোবাসার গল্প!

অবশ্যই পরুন

তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এবার রাজনীতিতে পা রেখেছেন। নতুন রাজনৈতিক দল ‘তামিজাগা ভেত্রি কালাগম’ গঠন করে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমা থেকে অবসর নিয়ে সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন বিজয়। তার শেষ সিনেমা হবে ‘জন নায়গন’। খবর টাইমস এন্টারটেইনমেন্টের।

রাজনীতির নতুন পথে পা রাখার পাশাপাশি, বিজয়ের গাড়ির নাম্বার প্লেট নিয়ে চলছে বিশেষ আলোচনা। বিখ্যাত অভিনেতার সমস্ত গাড়ি থেকে শুরু করে তার রাজনৈতিক প্রচারের বাসের নাম্বারেও দেখা যাচ্ছে একই নাম্বার ‘০২৭৭’।

বিজয় সবসময়ই দামী গাড়ি পছন্দ করেন। গত এক বছরে তিনি তিনটি নতুন গাড়ি কিনেছেন, তার আগের রোলস-রয়েস বিক্রি করার পর। নতুন গাড়িগুলোর মধ্যে রয়েছে একটি বিএমডব্লিউ ইলেকট্রিক, একটি লেক্সাস এলএম এবং টয়োটার লাক্সারি মডেল ভেলফায়ার। পাশাপাশি তার রাজনৈতিক প্রচারের জন্য একটি বিশেষ বাসও রয়েছে।

এদের সবার নাম্বার প্লেটের শেষে ‘০২৭৭’ নাম্বারটি এক রকম পরিচিতি হিসেবে ছাপ ফেলেছে- বিএমডব্লিউ-তে ‘টিএন ১৪ এএইচ ০২৭৭’, লেক্সাস-এ ‘টিএন ১৪ এএল ০২৭৭’, ভেলফায়ার-এ ‘টিএন ১৪ এম ০২৭৭’ এবং রাজনৈতিক বাসে ‘টিএন ১৪ এএস ০২৭৭’।

তবে তার পুরনো রোলস-রয়েস গাড়ির নাম্বার একটু ভিন্ন, ‘০০১৪’।

ফ্যানরা লক্ষ্য করেছেন, এই নাম্বারগুলোর মধ্যে ১৪-০২-৭৭ (১৪ ফেব্রুয়ারি ১৯৭৭) নাম্বারটি বারবার চোখে পড়ে। এই তারিখটি বিজয়ের ছোট বোন বিদ্যার জন্মদিন। বিদ্যা অল্পবয়সে চলে যাওয়ার পর থেকে, তার স্মৃতিতে এই নাম্বারগুলো ব্যবহার করে আসছেন বিজয়।

বিজয়ের এই আন্তরিক ভালোবাসার প্রকাশ দেখে ভক্তরা বলছেন, কম্যান্ডার তাঁর বোনের জন্য এমন অনন্য ভালোবাসা দেখিয়েছেন, এটাই এক সত্যিকারের ভাইয়ের হৃদয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়ে ফেললেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়-বালক লামিনে ইয়ামাল। জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত ফুটবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ