ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি কৃষকদের তাদের নিজস্ব জমিতে জলপাই সংগ্রহে বাধা দিয়েছে। ঘটনাটি ঘটেছে নাবলুসের দক্ষিণে খিরবেত ইয়ানুন এলাকায়। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এ ঘটনার কয়েক দিন আগেই, একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী পশ্চিম তীরের টারমুস আয়া শহরে জলপাই তুলছিলেন এমন এক ফিলিস্তিনি নারীকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন।
সূত্র: আল-জাজিরা