spot_img

আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অবশ্যই পরুন

আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বুধবার (২২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আমরা কয়েকটি বস্তু শনাক্ত করেছি, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এগুলো জাপান সাগর অভিমুখে নিক্ষেপ করা হয়। যা পাড়ি দিয়েছে ৩৫০ কিলোমিটার এলাকা। তবে মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে, পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে সিউল। সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প, শি জিং পিংসহ অনেক বিশ্বনেতারা।

এর আগে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিলো দেশটি। আর চলতি মাসের শুরুতে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নতুন দূরপাল্লার ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে।

সর্বশেষ সংবাদ

‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা’

হলিউড কিংবা বলিউডের অনেক তারকাই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। মার্কিন পপ তারকা কার্ডি বি থেকে বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ