ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়িয়েছে (ভাইরাল), তা সঠিক নয়। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সাথে একটা চুক্তি বাতিল করেছে, আর কয়েকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এ নিয়ে যেসব তথ্য ছড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি বলে জানালেন পররাষ্ট উপদেষ্টা। তাই দায়িত্বশীলদের এ তালিকা শেয়ার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
চুক্তি বাতিলের বিষয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি– এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না।
ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে ঢাকার চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও গণমাধ্যমকে জানান তৌহিদ হোসেন।
এদিকে, হিউম্যান রাইটস ওয়াচসহ ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নির্বিচারে গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যে অনুরোধ জানিয়েছেন— সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ১০টি চুক্তি বাতিল করেছে, এমন তথ্য ছড়িয়ে পড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিকেও এসব তথ্য ছড়াতে দেখা গেছে। বিষয়টি এবার পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা।