spot_img

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

অবশ্যই পরুন

‘ডু অর ডাই’ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। লঙ্কানদের দেয়া ২০২ রানের জবাবে ১৯৫ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

নাবি মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই মারুফার শিকার হয়ে ফেরেন ওপেনার ভিশমি গুনারত্নে। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৪৬ রান করা অধিনায়ক চামারি আথাপাত্তু। ৩৭ রানের ইনিংস খেলে স্বর্ণার বলে কাটা পরেন নিলাশকা। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। দুটি উকেট তুলে নেন রাবেয়া খান।

জবাবে শুরুতে রুবাইয়া হায়দারের উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর দলীয় ২৪ রানে ফারজানা ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রান করে সোবহানা মোস্তারি আউট হলে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর শারমিন আক্তার আর নিগার সুলতানার ৮২ রানের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬৪ রান করা শামিমা ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। শামিমার পর ফিফটি তুলে নেন জ্যোতিও।

শেষ দিকে ৯ বলে বাংলাদেশের দরকার ছিল ১০ রান, হাতে ৬ উইকেট। ১ রান তুলতেই টাইগ্রেসরা হারায় ৫টি উইকেট। ৭৭ রান করে জ্যোতি মাঠ ছাড়লে জয় এবং সেমিতে ওঠার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

সর্বশেষ সংবাদ

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে এগিয়ে চলেছেন তার ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ