spot_img

কঠিন হুমকির পরও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলনস্কি

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি কোনো ভূখন্ত সমর্পণ করতে রাজি নন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের দেওয়া এমন একটি সমঝোতার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনারা “ডনবাস থেকে সরে যাবে না।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন সম্প্রতি দাবি করেছেন, “ন্যাটো সমস্ত সহায়তা সত্ত্বেও” মস্কোর সেনারা “প্রায় পুরো সামনের রেখা জুড়ে ক্রমাগত এগোচ্ছে।”

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনীয় নেতাকে জমি বিনিময় গ্রহণের জন্য চাপ দিয়েছিলেন। রয়টার্সের উদ্ধৃত একটি সূত্রে বলা হয়েছে, মার্কিন নেতার বার্তা ছিল, “আপনার দেশ জমে থাকবে এবং আপনার দেশ ধ্বংস হবে” যদি শান্তি চুক্তি না হয়।

ফাইন্যানশিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প স্থবির পরিস্থিতিতে হতাশ ছিলেন, সামনের লাইনগুলোর মানচিত্র ফেলে দিয়ে মন্তব্য করেছিলেন যে তিনি একই পরিস্থিতি বারবার দেখতে “অসুস্থ” বোধ করছেন। তবে প্রকাশ্যভাবে ট্রাম্প বর্তমান সামরিক লাইন বরাবর যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন।

জেলেনস্কি আসন্ন দ্বিপাক্ষিক আলোচনার জন্য হাঙ্গেরিকে “অপ্রযোজ্য স্থান” হিসেবে সমালোচনা করেছেন। তিনি হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে “সব জায়গায় ইউক্রেনকে বাধা দিচ্ছেন” বলে অভিযুক্ত করেছেন। তিনি হাঙ্গেরিয়ান নেতার ন্যাটো ও ইইউ সদস্যপদে ইউক্রেনের বিরোধিতা উল্লেখ করে বলেন, “আমাদের জন্য কিছু ইতিবাচক বা এমনকি সামঞ্জস্যপূর্ণ কিছু করতে পারবেন না।,”

মস্কো যুক্তি দেখিয়েছে যে, জেলেনস্কির শাসন অগণতান্ত্রিক, কারণ তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং দাবি করেছে, তিনি ব্যক্তিগত ক্ষমতা রক্ষার জন্য প্রকৃত শান্তি আলোচনাকে প্রত্যাখ্যান করছেন।

সূত্র: আরটি

সর্বশেষ সংবাদ

কোরআনের আলোকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিরসনের উপায়

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব মহান আল্লাহর কাছে অতি জঘন্য আর শয়তানের অতি পছন্দের বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা, সম্প্রীতি ও সমঝোতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ