spot_img

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানকালে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ পর্যন্ত দেশব্যাপী এ ধরনের ৮৩৭টি হত্যা মামলা রেকর্ড হয়েছে, যার ৪৫টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

১৯টি মামলায় পুলিশ ইতোমধ্যে চার্জশীট দাখিল করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো ছাড়া বাকি সব মামলার বিচার কম সময়ের মধ্যে করার লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারার আলোকে পরিচালিত হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া, হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রমকে সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন মন্ত্রণালয় গঠন করেছে একটি বিশেষ কমিটি, যার নেতৃত্বে থাকবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। এই কমিটি মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, চার্জশিটযুক্ত মামলার অগ্রগতি পর্যালোচনা, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করবে।

সর্বশেষ সংবাদ

শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

সম্প্রতি আলোচনায় এসেছে পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন সিন ‘প্রিন্স’। ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ