spot_img

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

কাতার ও ইতালি সফর শেষে গতকাল রোববার (১৯ অক্টোবর) দেশে ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা যে টাকা দেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা— যাদের আমরা প্রবাসী শ্রমিক বলি— তাদের তুলনামূলকভাবে বেশি টাকা দিতে হয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, তাদের কাছ থেকে আর বেশি টাকা নেওয়া হবে না। পাসপোর্ট ফি সমান করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলে থাকি। কিন্তু তারা সে মর্যাদা ও সম্মান বাস্তবে সব সময় পান না। অনেক জায়গায় তারা ঠিকমতো সরকারি সেবা পান না, বিশেষ করে দূতাবাস বা মিশনে।

সব দেশেই এই পাসপোর্ট ফি কমানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশ তো একটা না, অনেকগুলো দেশ আছে। আমরা এখন দেখবো, কতটুকু কমাতে পারি।

তিনি আরও বলেন, এছাড়াও প্রবাসীরা যেন বিমানে ভালো সেবা পান এবং দেশে ফিরেই বিমানবন্দর থেকে শুরু করে সার্বিকভাবে উন্নত সেবা পান— সে দিকেও আমরা কাজ করবো।

সর্বশেষ সংবাদ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন-চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন-চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ