spot_img

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ, সাড়ে ৫ লাখ আনসার: ইসি সচিব

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও পুলিশের দেড় লাখ সদস্য এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

আজ (২০ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইসি সচিব এসব তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘নানা জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি। ‘

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার, দেশটির একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ