spot_img

নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

অবশ্যই পরুন

বাড়িভাড়া বাবদ ৫ শতাংশ হারে সরকারি বরাদ্দ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকালে শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক-কর্মচারী বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এর আগে, রোববার (১৯ অক্টোবর) তাদের ঘোষিত ‘ভুখা মিছিল’ পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষক নেতারা আমরণ অনশন এবং সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।

তিন দফা দাবিতে চলমান এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন।

শিক্ষক নেতারা জানান, সরকার তাঁদের মূল দাবিগুলো মেনে যথাযথ প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি সরকার যদি দাবি উপেক্ষা করে, তবে আন্দোলনের ধারাও আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

দাবিগুলো হলো:

১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া।
২. ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

সর্বশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়ার তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই এ থেকে ভারতকে সরে আশার...

এই বিভাগের অন্যান্য সংবাদ