spot_img

রূপ ও সৌন্দর্যে কারিনার প্রতিচ্ছবি, কে এই বীরা বেদী?

অবশ্যই পরুন

জনপ্রিয় অভিনেতা রজত বেদীর কন্যা বীরা বেদী। ১৮ বছরের তরুণী হঠাৎ করেই আলোচনায় এসেছেন সামাজিকমাধ্যমে। তার রূপ-সৌন্দর্য এবং মুখের গড়ন দেখে অনেকেই বলছেন, যেন ফিরে এসেছেন তারুণ্যের কারিনা কাপুর। কেউ কেউ আবার তুলনা করছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ারে বাবার সঙ্গে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন বীরা। কয়েক সেকেন্ডের ভিডিওতেই নেটিজেনদের নজরে পড়ে যান তিনি। এরপরই সামাজিকমাধ্যমে শুরু হয় প্রশংসা ও তুলনার ঢল।

নেটিজেনরা বলছেন, বীরার গায়ের রং, হালকা বাদামি চুল আর নীলাভ চোখ যেন ছোটবেলার কারিনা কাপুরকে মনে করিয়ে দেয়।

তবে এত আগ্রহ দেখে খানিকটা উদ্বিগ্ন বাবা রজত বেদী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সবার ভালোবাসায় কৃতজ্ঞ। তবে দয়া করে বীরার সঙ্গে বলিউডের বড় তারকাদের তুলনা করবেন না। ও এখনো ছোট, কলেজে পড়াশোনা করছে। এত মানুষের আগ্রহ দেখে সত্যি বলতে ভয়ও পাচ্ছি।’

উল্লেখ্য, রজত বেদী পরিবারসহ ২০০৪ সাল থেকে কানাডায় বসবাস করছেন। বীরা সেখানকার কলেজ শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ