জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া তার বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলে আমার যে বক্তব্য প্রচার করা হয়েছে, সেটি কাটছাঁট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। বক্তব্য কাটিং করে প্রচার না করতে সকলের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে। আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক তা আমরা চাই না।
তিনি আরও বলেন, জামায়াতের আমির এই বিষয়ে একই স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে আমি সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার একটি বক্তব্য টেনে সংবাদ সম্মেলন করে একটি রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে বলেছে। আমি এটাকে স্বাগত জানাই। আমার বক্তব্যকে ঘিরে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বিশৃঙ্খলা হয়েছে, যেখানে কিছু উশৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি বক্তব্য শেষে বলেছি, জুলাই যোদ্ধারা এসবের সঙ্গে জড়িত ছিল বলে আমি বিশ্বাস করি না। আমি বলেছি, যাতে জুলাই যোদ্ধাদেরকেও ছোট করে কথা বলতে না পারে, যাতে কেউ তাদের সম্মানহানি করতে না পারে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে। সবকিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে প্রত্যাশা করি।