spot_img

স্টার্কের বল ছাড়িয়ে গেল ঘণ্টায় ১৭৫ কি.মি’র বেশি!

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য এক দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। রোববার (১৯ অক্টোবর) পার্থে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের একটি ডেলিভারি স্পিডগানে দেখায় ঘণ্টায় ১৭৫ কিলোমিটারের, যা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল।

ম্যাচের শুরুতেই ভয়ঙ্কর হয়ে ওঠেন স্টার্ক। ভারতের ব্যাটিং লাইনআপের ওপর শুরুতেই চাপ তৈরি করেন এই বাঁহাতি পেসার। মাত্র ৬ ওভার বল করে ১ মেডেনসহ ২২ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।  কিন্তু তার বোলিং স্পেলকে ছাপিয়ে যায় একটি রহস্যময় ডেলিভারি। রোহিত শর্মাকে করা প্রথম ওভারের প্রথম বলটি নাকি ছিল ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার বেগের।

এই মুহূর্তটি দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেট ভক্তদের অনেকেই বিষয়টিকে স্পিডগানের স্পষ্ট ত্রুটি হিসেবে ব্যাখ্যা করেন। কারণ বাস্তবে স্টার্কের বোলিং গতি এদিন গড়ে ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি, আর তার দ্রুততম বৈধ ডেলিভারি রেকর্ড হয় প্রায় ১৪৫।

ক্রিকেট ইতিহাসে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা দ্রুততম ডেলিভারি পাকিস্তানের পেসার শোয়েব আখতারের, যিনি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের নিক নাইটের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন।

যদিও এটি ঠিক নাকি ভুল এ সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্টার্কের ডেলিভারির গতির তথ্য সঠিক নয় বলেই মনে করা হচ্ছে। যদি স্টার্কের স্পিডগানে ধরা পড়া ১৭৬.৫ কিলোমিটার গতির রিডিংটি সত্যিই সঠিক হতো, তবে তা ভেঙে দিত  শোয়েব আখতারের দীর্ঘদিনের বিশ্বরেকর্ডটি, তাও আবার প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি ব্যবধানে। আধুনিক ক্রিকেটে যা প্রায় অসম্ভব একটি কীর্তি।

বিষয়টি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। তবে অনেকেই দ্রুত উল্লেখ করেছেন এটি সম্ভবত একটি কারিগরি ত্রুটি বা স্পিডগানের ত্রুটি। কারণ বাস্তবে বর্তমানে কোনো বোলার ১৭০ কিলোমিটারের কাছাকাছি গতি তুলতেই পারেন না।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ম্যাচটিতে ভারতের সংগ্রহ ১৯ ওভারে ৮০ রান। দীর্ঘ সময় বৃষ্টির কারণে ওয়ানডে ম্যাচটির ওভার কমিয়ে আনা হয়েছে ২৬ ওভারে।

সূত্র: ইন্ডিয়া টুডে, ক্রিকেট টাইমস 

সর্বশেষ সংবাদ

ওয়ানডে সিরিজের মাঝপথে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে হঠাৎই জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রোববার (১৯ অক্টোবর) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ