spot_img

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে: সার‌জিস আলম

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না। রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের এমন বক্তব্যের পর দুপুরে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে, তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে সার‌জিস আলম বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে, তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এনসিপির উত্তর অঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সনদ গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হলেই আমরা স্বাক্ষর করব।

এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সো‌য়েবে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপ‌জেলার নেতাকর্মীরা। সভা শেষে লিফ‌লেট বিতরণ করা হয়।

এর আগে, আজ সকালে সিলেটে ‘নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম’ পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ