spot_img

‘বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ’

অবশ্যই পরুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ তিন দিনের জন্য মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার।

আজ রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আগুন লাগার কারণ এবং এর সঙ্গে কারও কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে সব ধরনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে। তিনি আরও নিশ্চিত করেন যে আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত কাজ শুরু করেছিলেন।

এদিকে, পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, এই আগুনের কারণে ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তবে, পরিস্থিতি মোকাবিলায় সরকার তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিয়েছে। এখন থেকে শুক্র ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে এবং পণ্য ছাড়ের সময়সীমা ৩৬ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে। সাময়িক বিকল্প হিসেবে আমদানি করা পণ্য থার্ড টার্মিনালে রাখা হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ