spot_img

৯৭ হাজার কোটি টাকা সম্পদের মালিক কে এই অভিনেত্রী!

অবশ্যই পরুন

সিনেমায় অভিনয় করে কাঁড়ি কাঁড়ি অর্থ কামান অভিনেত্রীরা। অভিনয়ের বাইরে প্রযোজনা কিংবা বিজ্ঞাপনচিত্র থেকেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন তারকারা। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী কারা—সেই তালিকা প্রকাশ করেছে সেলিব্রিটিনেটওয়ার্থ ডটকম।

তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী জ্যামি গার্টজ। গত শতকের আশির দশকে ‘দ্য লস্ট বয়েজ’, ‘লেস দেন জিরো’, ‘কুইকসিলভার’–এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

পরে টেলিভিশনে ‘সাইনফেল্ড’, ‘অ্যালি ম্যাকবিল’–এ অভিনয় করেন। তিনি বিলিয়নিয়ার ব্যবসায়ী ও ক্লাবের মালিক টনি রেসলারকে বিয়ে করেন, স্বামীর সঙ্গে আটলান্ট হকস এনবিএ দলের মালিকানায় রয়েছেন। জ্যামি গার্টজের সম্পদের পরিমাণ আনুমানিক ৮ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ২০০ কোটি টাকা টাকা।

১৯৮০-এর দশকে ‘দ্য লস্ট বয়েজ’ এবং ‘লেস দ্যান জিরো’-এর মতো সিনেমার জন্য পরিচিত জ্যামি গার্টজ । বর্তমানে তিনি একজন বিলিয়নেয়ার, যার স্বামী টনি রেসলারের সাথে তিনি এনবিএ-এর আটলান্টা হকস বাস্কেটবল দলের মালিক।

সর্বশেষ সংবাদ

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ