spot_img

শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না, রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

এছাড়া, তিনি দৃঢ়তার সাথে জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে ‘নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। নির্বাচন কমিশন কেবল সাংবিধানিক আইন-কানুনের প্রতি দায়বদ্ধ এবং অন্য কারো কাছে তারা মাথা নত করবে না।

আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায়, তাদের নির্বাচনে অংশগ্রহণও স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ