spot_img

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা!

অবশ্যই পরুন

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন, ‘কবুল’। মাসালা ডটকম

ছবিগুলোর একটিতে দেখা যায়, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতে জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি। অন্য ছবিতে বিয়ের সাজে পাত্রের সঙ্গে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছেন তিনি। তবে পাত্রের নাম, পরিচয়, পেশা কিংবা মুখ কিছুই প্রকাশ করেননি জায়রা ওয়াসিম।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী বর্তমানে পুরোপুরি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন।

২০১৬ সালে আমির খান অভিনীত সুপারহিট সিনেমা ‘দঙ্গল’-এ আমিরের কন্যার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জায়রা। পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে অভিনয় করলেও, ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ইসলামের টানে অভিনয় ছেড়ে দেন তিনি।

তখন সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা জানান, অভিনয় জীবনে ভালোবাসা ও প্রশংসা পেলেও ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছিলেন এ কারণেই তিনি এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

অভিনয় ছাড়ার ছয় বছর পর, এবার বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই সাবেক অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের ভিসা জট নিরসনে অগ্রগতি

ইতালিতে পেন্ডিং থাকা বাংলাদেশিদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে ইতালি সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইতালির রোমে এক বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ