spot_img

বাংলাদেশিদের ভিসা জট নিরসনে অগ্রগতি

অবশ্যই পরুন

ইতালিতে পেন্ডিং থাকা বাংলাদেশিদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে ইতালি সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইতালির রোমে এক বৈঠকে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতোদোসি এ কথা জানান।

বৈঠকে দুই দেশের অভিবাসননীতি, শ্রম বাজার এবং বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে ইতালি সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রশংসা করেন।

তিনি বলেন, “বাংলাদেশি অভিবাসীরা ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই মানবসম্পদকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ থেকে বৈধভাবে আরও শ্রমিক বিশেষ করে কৃষি খাতে পাঠানোর সুযোগ সৃষ্টি করা দরকার। বিশেষ করে ইতালিতে পেন্ডিং থাকা ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ইতালি সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়াও যারা ইতালিতে বৈধভাবে অবস্থান করছেন কিন্তু ভিসা নবায়নে সমস্যায় পড়ছেন, তাদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব: বিমান উপদেষ্টা

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতোদোসি জানান, বাংলাদেশি শ্রমিকরা সততা, দক্ষতা ও পরিশ্রমী মানসিকতার জন্য ইতালিতে সুপরিচিত। ইতোমধ্যেই আমরা অনেক বাংলাদেশিকে ভিসা প্রদান করেছি এবং অল্প সময়ের মধ্যেই বাকি আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে। তিনি আরও বলেন, আমরা বৈধ অভিবাসনকে উৎসাহিত করছি এবং অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশের সহযোগিতা চাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য বাংলাদেশে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং ইতালিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন জরুরি। এসব ক্ষেত্রে ইতালি সরকারের সহযোগিতা ও বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।

এই বৈঠক দুই দেশের মধ্যে শ্রমবাজার ও অভিবাসন সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা!

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ