চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান এক সাক্ষাৎকারে ‘মেগাস্টার’ শব্দচয়ন ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্যা ফ্রেম উইথ আরআরকে’-তে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে জাহিদ হাসান নিজের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি, চলচ্চিত্র অঙ্গনের ভেতরের কিছু অনুচ্চারিত বাস্তবতা নিয়েও সরব হন।
প্রসঙ্গত, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জাহিদ হাসান চিত্রনায়ক শাকিব খানের নামের আগে ব্যবহৃত ‘মেগাস্টার’ বিশেষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়, বিশেষ করে শাকিব ভক্তদের কাছ থেকে আসতে থাকে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা।
তবে এবার তিনি বিষয়টি নিয়ে খোলাসা করে বলেন, “আমার যেভাবে বলা, সেভাবে না বললেও পারতাম। কিন্তু যেভাবে বিষয়টাকে টেনে বিতর্ক বানানো হয়েছে, সেটা আমার দৃষ্টিতে ঠিক হয়নি।” তিনি আরো যোগ করেন, “পৃথিবীতে অনেক কিছু ঘটে, আমার কি আসে যায়? কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে আমার কথা বিকৃত করা হয়েছে, যা কষ্ট দিয়েছে।”
জাহিদ হাসান বক্তব্যে ইন্ডাস্ট্রির প্রচলিত ‘তারকাকেন্দ্রিক প্রচারনীতি’-রও সমালোচনা করেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ‘তাণ্ডব’ সিনেমার কথা, যেখানে গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেনের মতো গুণী অভিনেতারা অভিনয় করলেও, প্রচারে তাদের নাম সেভাবে উঠে আসেনি।
“একটা সিনেমা টিমওয়ার্ক। শুধু নায়ক বা পরিচালক না, প্রোডাকশন বয়ের কফি দেওয়ার মধ্যেও অবদান থাকে। আর সেই অবদান ভুলে গেলে সেটা কষ্টের,”— বলেন এই গুণী অভিনেতা।
এই সাক্ষাৎকারে জাহিদ হাসান সরাসরি ইন্ডাস্ট্রির কিছু মানুষের স্বার্থপরতা ও চাটুকার মানসিকতাকেও একহাত নেন। তিনি বলেন, “যারা পরে আমার বিরুদ্ধে কথা বলেছে, তারা অনেকেই আমার পরিচিত। কেউ কেউ এমনভাবে কথা বলেছে যাতে শাকিব খানের ছবিতে গান গাওয়ার বা অন্যভাবে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটাই হচ্ছে স্বার্থপরতা।”
তাদের উদ্দেশে তিনি বলেন, “আমার যতটুকু কষ্ট লেগেছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাদের এরচেয়ে অনেকগুণ বেশি কষ্ট দেবেন।”
জাহিদ হাসানের মতে, এই বিতর্কে শাকিব খানেরও একটি ন্যূনতম অবস্থান নেওয়া উচিত ছিল। উপস্থাপক যখন তাকে মনে করিয়ে দেন, তিনি তো বরাবরই শাকিবকে অফস্ক্রিনে প্রশংসা করে এসেছেন, তখন জাহিদ হাসান বলেন, “শাকিব যদি শুনে থাকে, কিছু বলা উচিত ছিল। যত সাবমিসিভ থাকা যায়, তত বেটার? আমি তো বড়, আমি চুপ থাকবো— এই মনোভাব ঠিক নয়।”
সাক্ষাৎকারজুড়ে জাহিদ হাসান স্পষ্ট করে দিয়েছেন, তার বক্তব্য শাকিব খান বা কাউকে ছোট করার জন্য নয়, বরং পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতরের একতরফা প্রচার, বৈষম্য এবং দলবাজির সংস্কৃতির বিরুদ্ধে। তার মতে, সত্য বলা অপরাধ নয়—অপরাধ হলো সত্যকে নিজের মতো করে টেনে বিতর্ক বানানো।