spot_img

রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

অবশ্যই পরুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় বন্ধ থাকা বিমান চলাচল রাতের মধ্যে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

বিমান উপদেষ্টা বলেন, এখানে শুধুমাত্র আমদানি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে, রফতানি কার্গো নিরাপদ আছে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা। স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। আর ক্ষতি নিরূপণ করা এবং একটা কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা।

আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেছেন, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।

সর্বশেষ সংবাদ

প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেয়া হবে: প্রধান উপদেষ্টা

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ